ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

মুম্বাইতে মোস্তাফিজের সতীর্থ হলেন মিলনে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪০, এপ্রিল ১৫, ২০১৮
মুম্বাইতে মোস্তাফিজের সতীর্থ হলেন মিলনে অ্যাডাম মিলনে-ছবি: সংগৃহীত

ইনজুরিতে ছিটকে পড়া প্যাট কামিন্সের পরিবর্তে নিউজিল্যান্ডের ফাস্ট বোলার অ্যাডাম মিলনেকে দলে ভেড়ালো মুম্বাই ইন্ডিয়ান্স। এই দলে পেসার হিসেবে জসপ্রিত বুমরাহ, মোস্তাফিজুর রহমান ও জাতীয় দল সতীর্থ মিচেল ম্যাকক্লেনাঘানকে পেলেন তিনি।

মিলনেকে দলে নেওয়ার ব্যাপারে অবশ্য মুম্বাই অথবা আইপিএল কেউই ঘোষণা করেনি। তবে ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচের আগে মুম্বাইয়ের হয়ে অনুশীলন করেছেন তিনি।

এর আগে ২০১৬ ও ২০১৭ মৌসুমে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে পাঁচটি আইপিএল ম্যাচ খেলেছেন ডানহাতি মিলনে।

মুম্বাইতে এসে মিলনে আবার পেয়ে গেলে তার আইডল শেন বন্ডকে। যিনি ‍আবার এ দলের বোলিং কোচ। কিউই এ পেসার এখন পর্যন্ত ৭০ টি টি-টোয়েন্টি খেলে ৭.৭৭ ইকোনোমিতে ৮৩টি উইকেট নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, ১৫ এপ্রিল, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।