ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ভিলিয়ার্সের ব্যাটে বেঙ্গালুরুর জয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৫, এপ্রিল ১৩, ২০১৮
ভিলিয়ার্সের ব্যাটে বেঙ্গালুরুর জয় এবি ডি ভিলিয়ার্স

ঢাকা: ৪০ বলের জবাবে এবি ডি ভিলিয়ার্সের  ৫৭ রানের ইনিংসের ওপর ভর করে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৪ উইকেটে হারিয়েছে রয়েল চেলেঞ্জার (আরসিভি) বেঙ্গালুরু।

শুক্রবার (১৩ এপ্রিল) রাতে এম. চিন্নাস্বামি স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) নিজেদের প্রথম জয় তুলে নেয় আরসিভি।  

নিজেদের প্রথম ম্যাচ হার দিয়ে আইপিএলের এবারের আসরে শুরু হয় বেঙ্গালুরু।

কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে ৪ উইকেট ও ৩ বল হাতে রেখেই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডি ভিলিয়ার্সের ব্যাটে পাঞ্জাবের দেওয়া ১৫৬ রানের লক্ষ্য অতিক্রম করে বিরাট কোহলির দল।     

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করে ১৯.২ ওভারে অল আউট হওয়ার আগে ১৫৫ রান করে পাঞ্জাব। ১৯.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান করে ম্যাচ জিতে নিয়েছে বেঙ্গালুরু।

বাংলাদেশ সময়: ০০৫১ ঘণ্টা এপ্রিল ১৪,২০১৮

এমএসি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।