ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

কিংবদন্তি মুরালিকে সাকিবের শ্রদ্ধা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৯, এপ্রিল ৯, ২০১৮
কিংবদন্তি মুরালিকে সাকিবের শ্রদ্ধা ছবি: সাকিবের ফেসবুক পেজ থেকে নেওয়া

সাত মৌসুম কলকাতা নাইট রাইডার্সে (কেকেঅর) কাটানোর পর নতুন ঠিকানায় সাকিব আল হাসান। আইপিএলের ১১তম আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের প্রথম ম্যাচে বাংলাদেশ আইকনের একাদশে থাকার সম্ভাবনা প্রবল। তার আগে ফ্র্যাঞ্চাইজিটির বোলিং কোচ শ্রীলঙ্কার স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরাধিরনকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই আইকনিক অলরাউন্ডার।

ঘরের মাঠে সাকিবের সানরাইজার্সের সামনে রাজস্থান রয়্যালস। সোমবার (৯ এপ্রিল) হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় খেলা শুরু হবে।

মুরালিধরনের সঙ্গে তোলা একটি ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন সাকিব। দু’টি শব্দেই মুরালিকে নিয়ে নিজের মুগ্ধতার জানান দিয়েছেন। হ্যাশট্যাগ দিয়ে লেখেন ‘লিজেন্ড’ ও ‘রেসপেক্ট’।

এর আগে মুরালিধরনও সাকিবের ভূয়সী প্রশংসা করেন। দলে সাকিবের উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ সেটিই তুলে ধরেন। বলেন, ‘সাকিব খুবই ধারাবাহিক একজন বোলার। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে সাকিবের উপস্থিতি দারুণ কাজে দেবে। ’

সাকিবের স্পিন বোলিং খুবই কার্যকর হবে বলেও নিজের অভিমত ব্যক্ত করেছেন মুরালিধরন, ‘আইপিএলের শিরোপা জিততে হলে আমাদের স্পিনার লাগবে। দলের হয়ে তারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাকিব বাংলাদেশের হয়ে অনেক টি-২০ টুর্নামেন্টে খেলেছে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়েও খেলেছে। পাওয়ার প্লে ও শেষের ওভারগুলোতে খুবই ভালো বল করতে পারে সে। ’

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ৯ এপ্রিল, ২০১৮
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।