ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

রাবাদার বদলে দিল্লিতে প্ল্যাঙ্কেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১১, এপ্রিল ৭, ২০১৮
রাবাদার বদলে দিল্লিতে প্ল্যাঙ্কেট ছবি: সংগৃহীত

আইপিএল ২০১৮ মৌসুমে ইনজুরির কারণে ছিটকে পড়া কাগিসো রাবাদার বদলি হিসেবে দিল্লি ডেয়ারডেভিলসে যোগ দিলেন ইংল্যান্ড ফাস্ট বোলার লিয়াম প্ল্যাঙ্কেট। প্ল্যাঙ্কেটের দিল্লিতে আসা নিশ্চিত হওয়ার ফলে আইপিএলের এবারের আসরে মোট ১২জন ক্রিকেটার হলো ইংলিশদের।

এর আগে সদ্য ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের শেষ ম্যাচে চোট পান দক্ষিণ অাফ্রিকার ফাস্ট বোলার রাবাদা। ধারণা করা হচ্ছে তিন মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে।

আগামী জুলাইয়ে প্রোটিয়াদের শ্রীলঙ্কা সফরে ফিরতে পারেন তিনি।

২ কোটি ভারতীয় রুপির বেজ প্রাইজে থাকা প্ল্যাঙ্কেট জানুয়ারিতে আইপিএল নিলামে অবিক্রিত ছিলেন। তবে দিল্লি এখন তাকে এই দামেই দলে নিয়েছে। যেখানে রাবাদাকে দিল্লি দলে ভিড়িয়েছিল ৪ কোটি ২০ লাখ রুপিতে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ০৭ এপ্রিল, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।