ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

ক্রিকেট

প্রোটিয়াদের ১৭৫ রানে গুটিয়ে চালকের আসনে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৫, জুলাই ২৯, ২০১৭
প্রোটিয়াদের ১৭৫ রানে গুটিয়ে চালকের আসনে ইংল্যান্ড ছবি: সংগৃহীত

চার ম্যাচ টেস্ট সিরিজে ২-১ এ লিড নেওয়ার লক্ষ্যে সুবিধাজনক অবস্থানে ইংল্যান্ড। অভিষিক্ত টবি রোল্যান্ড জোনসের বিধ্বংসী বোলিংয়ে ১৭৫ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। ১৭৮ রানের লিড পায় ইংলিশরা। বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিন শেষে যা বেড়ে দাঁড়িয়েছে ২৫২-তে। হাতে ৯ উইকেট।

প্রথম ইনিংসে ৩৫৩ রানে অলআউট হওয়া ইংল্যান্ড এক উইকেটে ৭৪ রান নিয়ে মাঠ ছাড়ে। অ্যালিস্টার কুক মাত্র ৭ রানে সাজঘরে ফেরেন।

ওপেনার কিটন জেনিংস ৩৪ ও অভিষিক্ত টম ওয়েস্টলি ২৮ রানে অপরাজিত। লন্ডনের কেনিংটন ওভালে নিজেদের মাইলফলকের ১০০তম টেস্টে প্রোটিয়াদের বড় টার্গেট ছুঁড়ে দেওয়ার পথেই হাঁটছে স্বাগতিকরা।

এর আগে আট উইকেটে ১২৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন তেম্বা বাভুমা ও মরনে মরকেল। অর্ধশতক হাঁকিয়ে ফেরেন বাভুমা (৫২)। মরকেলের ব্যাট থেকে আসে ১৭। এছাড়া হেইনো কান ১৫, কুইন্টন ডি কক ১৭ ও শেষদিকে কাগিসো রাবাদা ৩০ রান করে আউট হন।

তৃতীয় টেস্টে বলতে গেলে একাই দ. আফ্রিকার ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন রোল্যান্ড-জোনস। অভিষেক টেস্টেই পাঁচ উইকেটের কীর্তিতে নাম লেখান ২৯ বছর বয়সী এ ডানহাতি পেস অলরাউন্ডার। জেমস অ্যান্ডারসন তিনটি আর একটি করে নেন স্টুয়ার্ট ব্রড ও বেন স্টোকস।

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, ৩০ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।