ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

ক্রিকেট

অবশেষে নেটে ফিরলেন মুস্তাফিজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৯, জুন ২৩, ২০১৬
অবশেষে নেটে ফিরলেন মুস্তাফিজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: গত দুই সপ্তাহ জিম করে আর রানিংয়ে কাটিয়ে দিলেও আইপিএলের চোট নিয়ে ফেরা টাইগার পেসার মুস্তাফিজুর রহমান অবশেষে নেটে ফিরেছেন। প্রায় দুই সপ্তাহ পর আজ প্রথম নেটে বোলিং করলেন মুস্তাফিজ।

 

আইপিএল থেকে দুটি চোট নিয়ে ফিরেছিলেন মুস্তাফিজ। কাটার মাস্টারের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয় গত ০৯ জুন থেকে।   হ্যামস্ট্রিংয়ের চোট কাটাতে পুনর্বাসনে থাকা বাঁহাতি এই পেসার বৃহস্পতিবার (২৩ জুন) নেটে বোলিং করেছেন।

বৃহস্পতিবার সকালে মিরপুরে একাডেমির নেটে বোলিং করেন মুস্তাফিজ। প্রায় ছয় ওভারের মতো বল করেন তিনি।

আইপিএলের আসরে মুস্তাফিজ তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে এবং অ্যাঙ্কেলের নিচের দিকে ইনজুরিতে ভোগেন। আজ নেটে বোলিং শুরু করলেও একদিন করে বিরতি দিয়ে এই অনুশীলন চালিয়ে যাবেন মুস্তাফিজ।

ইনজুরির কারণে সাসেক্সের হয়ে ইংল্যান্ডে খেলতে যেতে পারছেন না মুস্তাফিজ।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ২৩ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।