ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

ক্রিকেট

মুস্তাফিজের পুনর্বাসন প্রক্রিয়া শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১২, জুন ৯, ২০১৬
মুস্তাফিজের পুনর্বাসন প্রক্রিয়া শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: আইপিএল শেষে ঢাকায় ফিরে বিশ্রামের জন্য গ্রামের বাড়িতে গিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। বুধবার (০৮ জুন) নিজ গ্রাম সাতক্ষীরা থেকে ঢাকায় ফিরে বৃহস্পতিবার (০৯ জুন) পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন কাটার মাস্টার।

বৃহস্পতিবার (০৯ জুন) নিজেকে ফিরে পাওয়ার লক্ষ্যে দুপুর বারোটার দিকে তিনি মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে আসেন। বিসিবি সূত্র থেকে জানা যায়, কমপক্ষে ৮ থেকে ১০ দিন ধরে চলবে মুস্তাফিজের পুনর্বাসন প্রক্রিয়া।

টানা খেলার কারণে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া মুস্তাফিজকে বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম পরীক্ষা করেন। তিনি জানান, মুস্তাফিজের অবস্থা আগের চেয়ে বেশ ভালো। আগামী সপ্তাহে আবারো তার পরীক্ষা করা হবে এবং রিপোর্ট দেওয়া হবে।

প্রথম দিনের পুনর্বাসন প্রক্রিয়ায় মুস্তাফিজ জিমে কিছুটা সময় কাটান। ফিজিওর নির্দেশনা অনুযায়ী প্রতিদিন প্রায় দুই ঘণ্টা করে এই পেসারকে ইনজুরি কাটাতে কাজ করতে হবে।

আইপিএল চলাকালীন সময়ে মুস্তাফিজ হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন। একটি ম্যাচও তাকে মিস করতে হয়েছিল। এদকি, মুস্তাফিজের সুস্থ হবার উপর নির্ভর করছে ইংলিশ কাউন্টির দল সাসেক্সের হয়ে খেলতে যাওয়া।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ০৯ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।