ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

ক্রিকেট

রুপগঞ্জ-ব্রাদার্স ম্যাচ রিজার্ভ ডেতে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫১, জুন ৮, ২০১৬
রুপগঞ্জ-ব্রাদার্স ম্যাচ রিজার্ভ ডেতে

ঢাকা: বৃষ্টির কারণে উইকেট ভেজা থাকায় লিজেন্ডস অব রুপগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার শেষ রাউন্ডের ম্যাচটি রিজার্ভ ডেতে গড়াবে। অর্থাৎ বুধবারের (৮ জুন) ম্যাচটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার।

বিকেএসপির তিন নম্বর মাঠে মঙ্গলবার ও বুধবারের বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয় পড়ে। এজন্য সকালে টসও হয়নি। বেলা ১২টায় আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণ করে ম্যাচটি রিজার্ভ  ডেতে নেয়ার সিদ্ধান্ত দেন।

রুপগঞ্জ জয় পেলে ১৫ পয়েন্ট নিয়ে তারা থাকবে পয়েন্ট টেবিলের শীর্ষে। সেদিক থেকে রুপগঞ্জের জন্য এ ম্যাচটি গুরুত্বপূর্ণ।  

ফতুল্লায় ভিক্টোরিয়া-গাজী গ্রুপের লড়াইয়ের কথা থাকলেও ম্যাচটি একদিন পিছিয়ে (৯ জুন) একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এ দু’টি ম্যাচ দিয়ে শেষ হচ্ছে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের লিগপর্বের খেলা। এর পর সেরা ছয় দলকে নিয়ে হবে সুপার লিগ।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, জুন ০৮, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।