ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

ক্রিকেট

মুস্তাফিজকে নিয়ে ঝুঁকি নিতে চান না পাপন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৯, জুন ৫, ২০১৬
মুস্তাফিজকে নিয়ে ঝুঁকি নিতে চান না পাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: আইপিএল খেলে দেশে ফিরেই ইংলিশ কাউন্টি দল সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্ট এবং রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে খেলার কথা ছিল ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানের। কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরির কারণে অনিশ্চিত তার ইংল্যান্ড যাত্রা।

তবে ফিট হয়ে উঠতে পারলে মুস্তাফিজের ইংল্যান্ডে যেতে কোনো বাধা নেই বলে জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

শতভাগ ফিট না হলে মুস্তাফিজকে সাসেক্সে খেলতে দিয়ে কোনো ঝুঁকি নেয়া হবে না বলে জানান বোর্ড সভাপতি, ‘প্রধান জিনিসটা হলো মুস্তাফিজের ফিটনেস। ফিটনেস সবার আগে। আমরা এখন পর্যন্ত যে রিপোর্ট পেয়েছি তাতে ওর ফিজিক্যাল কন্ডিশন অত ভালো না। আমরা খুব একটা ঝুঁকি নেব না। যদি ফিট থাকে তাহলে ও খেলতে যেতে পারবে। ’

ভারতে ৫৫ দিন কাটিয়ে দেশে ফিরে পরদিন ডাক্তার-ফিজিও দেখিয়ে গ্রামের বাড়ি সাতক্ষীরায় ছুটে যান মুস্তাফিজ। সেখানে মুস্তাফিজ আরও ৪-৫ দিন থাকবেন বলে নিশ্চিত করেন নাজমুল হাসান।

ফিট হয়ে উঠতে আরও ১০ দিনের মতো সময় লেগে যেতে পারে বলেও জানান বিসিবি প্রেসিডেন্ট,  ‘১০ দিন তো লাগবেই। এখন বিশ্রামে আছে। ৪-৫ দিন পর ঢাকা আসবে। এর পর অবস্থার পুণর্মূল্যায়ন করা হবে। একটা প্রোগ্রামের মধ্যে দেয়া হবে। পুণর্মূল্যায়নের আগে নিশ্চিত হয়ে বলা মুশকিল কত দিন লাগবে। ’

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জুন ০৫, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।