ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

ক্রিকেট

বাবা-মায়ের কাছে ফিরছেন মুস্তাফিজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৬, মে ৩১, ২০১৬
বাবা-মায়ের কাছে ফিরছেন মুস্তাফিজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: আইপিএল খেলতে ভারত রওয়ানা হওয়ার আগে সপ্তাহখানেক গ্রামের বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামে কাঁটান ‘কাটার  মাস্টার’ মুস্তাফিজুর রহমান। পরিবার, বন্ধু-বান্ধব ও এলাকার মানুষকেই দিয়েছেন পুরো সময়টা।

 

ভারতে যাওয়ার আগেই কি মুস্তাফিজ বুঝে গিয়েছিলেন ফাইনাল খেলেই দেশে ফিরতে হবে তাকে! ফাইনালের লড়াইয়ে সানরাইজার্স হায়দ্রাবাদকে জিতিয়ে বীরের বেশে সোমবার (৩০ মে) রাতে ঢাকায় ফিরেছেন মুস্তাফিজ।  এবার বাবা-মায়ের কাছে ফিরছেন আইপিএলের সেরা উদীয়মান এই ক্রিকেটার। দুই মাস পর শেকড়ের টানে মঙ্গলবার রাতেই সাতক্ষীরার পথে রওয়ানা হবেন মুস্তাফিজ।  

ঢাকা থেকে যশোর পর্যন্ত বিমানযোগে যাওয়ার পর সেখান থেকে  গাড়িতে চড়ে যাবেন সাতক্ষীরার নিজ বাড়িতে। মুস্তাফিজকে বরণের প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছে সাতক্ষীরাবাসী।  

আইপিএলের নবম আসরের চ্যাম্পিয়ন দলের সদস্য মুস্তাফিজুর রহমান টুর্নামেন্টের সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জেতেন। সানরাইজার্স হায়দ্রাবাদের অন্যতম সেরা এই বোলার ১৬ ম্যাচে নিয়েছেন ১৭ উইকেট। পাওয়ার প্লে’র শেষ ওভার ও ডেথ ওভারে দুর্দান্ত বোলিংয়ের জন্য এ পুরস্কার জেতেন মুস্তাফিজ।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মে ৩১, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।