ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

ক্রিকেট

কন্ডিশন জয় করতে চান ডু প্লেসিস

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৬, জুলাই ৪, ২০১৫
কন্ডিশন জয় করতে চান ডু প্লেসিস ছবি: শোয়েব মিথুুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের আবহাওয়া মোটেই পছন্দ হচ্ছে না দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের। স্বাগতিক দলকে নিয়ে তারা ভীত নয়, তবে কন্ডিশন নিয়ে যথেষ্ট ভীত সন্তস্ত্র তারা।

আর তার কারণ, দক্ষিণ আফ্রিকায় এখন শীত চলছে, বাংলাদেশে গরম।
 
টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে তাই বাংলাদেশের গরমকেও প্রতিপক্ষ মানলেন প্রোটিয়া টি-২০ অধিনায়ক ফাফ ডু প্লেসিস, এখানকার কন্ডিশন আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। কন্ডিশন জয় করেই আমাদের খেলতে হবে, ভালো করতে হবে।
 
গতকাল ফতুল্লায় বিসিবি একাদশের সঙ্গে প্রস্তুতিমূলক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা দল। আর সেটা ইতিবাচকভাবেই দেখছেন প্লেসিস, ‘প্রস্তুতি ম্যাচটা আমাদের মানিয়ে নিতে সহজ করেছে। খেলোয়াড়রাও পারর্ফম করেছে। পেসারদের সঙ্গে আমাদের স্পিনাররাও উইকেট নিয়েছে। মূল সিরিজে এটা আত্নবিশ্বাস যোগাবে।
 
টি-টোয়েন্টি সিরিজে ভালো উইকেট প্রত্যাশা করেছেন এই প্রোটিয়া দলপতি।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।