ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

খেলা

বঙ্গবন্ধু ভলিবল প্রতিযোগিতায় নৌবাহিনী চ্যাম্পিয়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৬, ডিসেম্বর ১৮, ২০২০
বঙ্গবন্ধু ভলিবল প্রতিযোগিতায় নৌবাহিনী চ্যাম্পিয়ন

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে ‘বঙ্গবন্ধু মহান বিজয় দিবস ভলিবল প্রতিযোগিতা-২০২০’ এ নৌবাহিনী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।  

প্রতিযোগিতার চূড়ান্ত খেলা বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

 

শুক্রবার (১৮ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা গত ১০ ডিসেম্বর শুরু হয়ে ১৭ ডিসেম্বর শেষ হয়। প্রতিযোগিতার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তথ্য সচিব খাজা মিয়া।

প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী ৩-২ সেটে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, তিতাস ক্লাব, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সসহ মোট ৯টি দল অংশ নেয়।  

বাংলাদেশ সময়: ২২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০৩০
টিএম/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।