ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

খেলা

অ্যানিসিমোভাকে উড়িয়ে পোল্যান্ডের প্রথম উইম্বলডন চ্যাম্পিয়ন শিয়াওতেক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২২, জুলাই ১৩, ২০২৫
অ্যানিসিমোভাকে উড়িয়ে পোল্যান্ডের প্রথম উইম্বলডন চ্যাম্পিয়ন শিয়াওতেক ছবি: সংগৃহীত

ফাইনালের মঞ্চে দুইজনই নতুন। একদিকে গ্র্যান্ড স্ল্যামজয়ী অভিজ্ঞতা, অন্যদিকে র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকা এক চমক।

তবে শিরোপার লড়াইয়ে কোনো উত্তেজনার সুযোগই রাখলেন না ইগা শিয়াওতেক। দাপুটে পারফরম্যান্সে অ্যামান্ডা অ্যানিসিমোভাকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো উইম্বলডনের শিরোপা জিতে নিলেন পোলিশ তারকা।

শনিবার সেন্টার কোর্টে মেয়েদের এককের ফাইনালে ৬-০, ৬-০ গেমে জয় তুলে নেন শিয়াওতেক। ম্যাচটি শেষ করতে সময় নেন মাত্র ৫৭ মিনিট। উইম্বলডনে প্রথমবার, আর ক্যারিয়ারে এটি তার এটি ষষ্ঠ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। এর মাধ্যমে পোল্যান্ডের ইতিহাসেও গড়লেন নতুন মাইলফলক। প্রথম পোলিশ খেলোয়াড় হিসেবে উইম্বলডন জয়ের গৌরব অর্জন করলেন তিনি।

টেনিস ক্যারিয়ারে এটি শিয়াওতেকের শততম গ্র্যান্ড স্ল্যাম জয়, খেলেছেন মোট ১২০টি ম্যাচ। একইসঙ্গে গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে এখনো অপরাজিত ২৪ বছর বয়সী তারকা। সবমিলিয়ে ছয়বার ফাইনালে উঠে জিতেছেন প্রতিবারই।

শুধু জয় নয়, এই জয়ে ফেরালেন ৩৭ বছরের পুরোনো এক ঐতিহাসিক দৃশ্যও। গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ৬-০, ৬-০ স্কোরলাইন শেষবার দেখা গিয়েছিল ১৯৮৮ সালের ফরাসি ওপেনে, যেখানে স্টেফি গ্রাফ মাত্র ৩৪ মিনিটে উড়িয়ে দিয়েছিলেন নাতাশা জেভেরেভাকে।

অন্যদিকে, অ্যানিসিমোভার গল্পটা ছিল অনুপ্রেরণার। ২০১৯ সালে বাবার মৃত্যু ও মানসিক স্বাস্থ্য সংকটে পড়ে ক্যারিয়ার থমকে যায়। দীর্ঘ বিরতি শেষে কোর্টে ফিরে এ বছর ১৩ নম্বর বাছাই হিসেবে উইম্বলডনে খেলতে আসেন তিনি। র‌্যাংকিংয়ের শীর্ষ তারকাদের হারিয়ে জায়গা করে নেন ফাইনালে। তবে শিরোপার লড়াইয়ে এসে শিয়াওতেকের সামনে ছিল একেবারেই অসহায়।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।