ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

ইউএস ওপেনের সেমিফাইনালে ‘অপ্রতিরোধ্য’ সিনার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৭, সেপ্টেম্বর ৪, ২০২৫
ইউএস ওপেনের সেমিফাইনালে ‘অপ্রতিরোধ্য’ সিনার ছবি: সংগৃহীত

ইউএস ওপেনের শিরোপা ধরে রাখার অভিযানে আরেকটি দাপুটে জয় তুলে নিলেন ইয়ানিক সিনার। কোয়ার্টার-ফাইনালে ইতালির লরেন্সো মুসেত্তিকে সরাসরি সেটে হারিয়ে শেষ চারে জায়গা করে নিলেন বিশ্ব র‌্যাংকিংয়ের এক নম্বর তারকা।

ফ্লাশিং মিডোসের আর্থার অ্যাশ স্টেডিয়ামে বৃহস্পতিবার সকালে শুরু থেকে শেষ পর্যন্ত কোর্টে আধিপত্য দেখান সিনার। মাত্র দুই ঘণ্টায় ৬-১, ৬-৪, ৬-২ গেমে ম্যাচ জিতে নেন তিনি। শুরুতেই টানা পাঁচ গেম জিতে এগিয়ে যান সিনার। এই সময়ে মাত্র পাঁচ পয়েন্ট নিতে পেরেছিলেন মুসেত্তি। প্রথম সেট শেষ হয় মাত্র ২৭ মিনিটে।

দ্বিতীয় সেটে কিছুটা লড়াই করলেও উল্লেখযোগ্য ব্যবধান তৈরি করতে পারেননি মুসেত্তি। শেষ সেটেও সিনারের দাপটে কোনো প্রতিরোধ গড়তে পারেননি চার গ্র্যান্ড স্ল্যামের অভিজ্ঞ এই খেলোয়াড়।

ম্যাচ শেষে সিনার বলেন, ‘আমরা একে অপরকে খুব ভালোভাবে চিনি। একই দেশের খেলোয়াড় হিসেবে আমরা বহুবার মুখোমুখি হয়েছি। তবে প্রতিদ্বন্দ্বিতার সময় বন্ধুত্বকে সরিয়ে রাখতে হয়, ম্যাচ শেষে আবার সবকিছু আগের মতো হয়ে যায়। ’

এ মৌসুমে দুর্দান্ত সময় কাটাচ্ছেন ২৪ বছর বয়সী এই ইতালিয়ান। বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন জিতেছেন তিনি। এখন পর্যন্ত এই মৌসুমে কেবল দুজন প্রতিপক্ষের কাছে হেরেছেন তিনি। চলতি ইউএস ওপেনে এখন পর্যন্ত মাত্র একটি সেট হেরেছেন সিনার।

ফাইনালের লড়াইয়ে সিনারের প্রতিপক্ষ কানাডার ফেলিক্স ওজে-আলিয়াসসিম।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।