এশিয়ান কাপ হকিতে কাজাখস্তানের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। ভারতের রাজগীরে আজ (বুধবার) অনুষ্ঠিত ম্যাচে ৫-১ গোলের জয়ে প্লেসিং রাউন্ডের পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে খেলার সুযোগ পেয়েছে আশরাফুল-বাবুরা।
প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে নেওয়া দুর্দান্ত শটে বাংলাদেশকে এগিয়ে দেন আশরাফুল ইসলাম। গোলপোস্টের টপ কর্নারে মারা সেই শট ঠেকাতে ব্যর্থ হন কাজাখস্তানের গোলরক্ষক।
দ্বিতীয় কোয়ার্টারে আবারও গোল করেন আশরাফুল। এবার পেনাল্টি স্ট্রোক থেকে বাঁ পাশে জোরালো শটে বল জালে জড়ান তিনি। এই টুর্নামেন্টে এটি ছিল তার পঞ্চম গোল।
আক্রমণ অব্যাহত রেখে দ্বিতীয় কোয়ার্টারের শেষ দিকে অভিজ্ঞ ফরোয়ার্ড রোমান সরকার পেনাল্টি কর্নার থেকে ব্যবধান বাড়ান ৩-০ তে। যদিও শেষ মুহূর্তে একটি পেনাল্টি কর্নার পেয়েছিল কাজাখস্তান, তবে তা থেকে গোল করতে পারেনি তারা।
তৃতীয় কোয়ার্টারে আরও আগ্রাসী হয়ে ওঠে বাংলাদেশ। শুরুতেই আবারও রোমান সরকারের স্টিকে আসে গোল। পরের মিনিটেই ফিল্ড গোল করে ব্যবধান ৫-০ করেন তৈয়ব আলী।
তবে খেলার ধারার বিপরীতে একটি গোল শোধ দেয় কাজাখস্তান। আলতানবেকের গোলেই ব্যবধান কমে দাঁড়ায় ৫-১ এ।
চতুর্থ কোয়ার্টারের শুরুতে পেনাল্টি কর্নার থেকে গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি কাজাখস্তান। শেষ দিকে বাংলাদেশও গোলের জন্য চেষ্টা চালায়, তবে আর জালে বল জড়াতে পারেনি কোনো দল।
শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
এআর/আরইউ