আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশ দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে। এই দুই ম্যাচ উপলক্ষে ১৩ আগস্ট থেকে ক্যাম্প শুরু হয়েছে।
স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা অনুশীলন পরিচালনার জন্য সাফ অনূর্ধ্ব-১৭ স্কোয়াড থেকেও চারজন ফুটবলার ডেকেছেন। গত এক সপ্তাহ ধরে জুনিয়র ফুটবলারের দিয়েই চলেছে জাতীয় দলের ক্যাম্প। আজ সন্ধ্যায় কিংসের ফুটবলাররা যোগ দেওয়ায় জুনিয়র ফুটবলাররা সকালে ক্যাম্প ছেড়েছেন।
দুটি প্রীতি ম্যাচ খেলার জন্য বাংলাদেশ দল ৩ সেপ্টেম্বর কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে। সেই হিসেবে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আগামীকাল ও পরশু পূর্ণ স্কোয়াড নিয়ে অনুশীলনের সুযোগ পাবেন। নেপাল ম্যাচের জন্য ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ খেলা ফুটবলার হামজা চৌধুরিকে চেয়েছিলেন কোচ। এই ম্যাচে তিনি আসবেন কি না, তা এখনও নিশ্চিত করতে পারেনি বাফুফে। ম্যানেজার এ প্রসঙ্গে বলেন, "হামজার ব্যাপারে এখনও আলোচনা চলছে। তিনি আসলে সরাসরি নেপাল যাবেন এবং সেখান থেকেই আবার ইংল্যান্ড ফিরবেন। "
হামজা গতপরশু দিন লেস্টার সিটির হয়ে ম্যাচ খেলেছিলেন। সেপ্টেম্বর ফিফা উইন্ডোর জন্য ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে দুই সপ্তাহের বিরতি রয়েছে।
এআর/