ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

ভারতকে হারিয়ে আক্ষেপ বাড়ল বাংলাদেশের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৯, আগস্ট ৩১, ২০২৫
ভারতকে হারিয়ে আক্ষেপ বাড়ল বাংলাদেশের

ভুটানের চ্যাংলিমিথান স্টেডিয়ামে দারুন এক প্রত্যাবর্তনের গল্প লিখল বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ নারী দল। সাফ চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচে, ইতোমধ্যেই চ্যাম্পিয়ন হয়ে যাওয়া ভারতের বিরুদ্ধে ৪-৩ গোলে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

প্রতিযোগিতার প্রথম দেখায় ভারতের কাছে ২-০ গোলে হেরে গিয়েছিল বাংলাদেশের মেয়েরা। সেই হারের ক্ষতই যেন রূপ নেয় দৃঢ় প্রতিজ্ঞায়। শনিবারের ম্যাচে প্রতিশোধ নিয়ে মাঠ ছাড়ে মাহবুবুর রহমান লিটুর শিষ্যরা

ম্যাচের শুরুতেই হঠাৎ এক ঝড়ো হাওয়ার মতো বাংলাদেশের আক্রমণ। ম্যাচের মাত্র ২৯ সেকেন্ডে মামোনি চাকমার ক্রস থেকে হেডে গোল করেন পূর্ণিমা মারমা। এত দ্রুত গোল যে, ভারতীয় রক্ষণ কিছু বুঝে ওঠার আগেই তারা পিছিয়ে যায়।

যদিও ভারতের জবাব আসে দ্রুতই। আনুশকা কুমারী ৯ মিনিটে ম্যাচে সমতা ফেরান। এরপর ৩৪ মিনিটে ফের এগিয়ে যায় বাংলাদেশ আলপি আক্তারের দুর্দান্ত ফিনিশে। বিরতির আগ মুহূর্তে ভারত সমতা ফেরাতে পারতো, তবে গোলপোস্ট হয়ে দাঁড়ায় বাধা।

দ্বিতীয়ার্ধ শুরু হতেই প্রীতি আক্তারের নিখুঁত ফিনিশে বাংলাদেশ এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। ভারত অবশ্য হাল ছাড়েনি। ৬৫ মিনিটে প্রীতিকা বর্মনীর দূরপাল্লার শটে ব্যবধান কমায় তারা। এরপর ৮৯ মিনিটে ঝুলান নংমাইথেমের চমৎকার গোল ম্যাচে নিয়ে আসে সমতা। ৩-৩। মনে হচ্ছিল, ড্র দিয়েই শেষ হবে ম্যাচ।

কিন্তু ফুটবলের নাটকীয়তায় বিশ্বাস যাঁরা রাখেন, তাদের জন্য অপেক্ষা করছিল রোমাঞ্চকর চূড়ান্ত দৃশ্য। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে প্রীতির শট ভারতের গোলরক্ষক ঠেকালেও বল গিয়ে লাগে ডিফেন্ডার দিব্যানি লিন্ডার গায়ে, এই গোলেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।

শেষ বাঁশি বাজতেই প্রতিশোধের উল্লাসে ফেটে পড়ে লাল-সবুজ শিবির। আর ভারতীয় খেলোয়াড়দের চোখে নেমে আসে অশ্রু। যে ম্যাচটি তাদের জন্য হওয়ার কথা ছিল উৎসবমুখর, সেটি রূপ নেয় হতাশার গল্পে।

এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।