বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো পঞ্চম জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ-২০২৫।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হয় ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
উত্তেজনাপূর্ণ ফাইনাল শেষে আজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ট্রফির পাশাপাশি উন্মুক্ত পুরুষ ও নারী বিভাগে অর্থ পুরস্কার এবং বয়সভিত্তিক বিভাগে গিফট ভাউচার দেওয়া হয়।
অনূর্ধ্ব-১৩ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন বিএএফ শাহীন স্কুলের আরিকা সুলতানা। রানারআপ ভাষানটেক স্কুলের ইয়ারা সুলতানা, তৃতীয় স্থানে একই স্কুলের ইস্পিতা। অনূর্ধ্ব-১৫ বিভাগে প্রথম হয়েছেন কালশী ইসলামিয়া স্কুলের মায়ানুর, দ্বিতীয় পূজা রানি (কালা চাঁদপুর স্কুল) ও তৃতীয় উম্মে অপসরা (গোল্ডেন বাংলা স্কুল)।
উন্মুক্ত নারী গ্রুপে সেনাবাহিনীর চাঁদনী সরকার হয়েছেন চ্যাম্পিয়ন, রানারআপ নাবিলা তাসনিম উর্মি (নির্ঝর পাবলিক স্কুল)। তৃতীয় থেকে পঞ্চম স্থানে রয়েছেন মিশকাত জান্নাত মেঘনা, রিয়াজুল জান্নাত উর্দু ও নার্গিস আক্তার মাসুমা।
অনূর্ধ্ব-১৩ বিভাগে বিকেএসপির শাহরিয়ার নাফিজ হয়েছেন চ্যাম্পিয়ন। রানারআপ মাহবুব করিম (ঠাকুরগাঁও শাপলা প্রাথমিক বিদ্যালয়) ও তৃতীয় ইসমাম (ভাষানটেক স্কুল)। অনূর্ধ্ব-১৫ বিভাগে বিকেএসপির মেহেদী হাসান চ্যাম্পিয়ন, রানারআপ মিফতাহুল আরাফ এবং তৃতীয় হয়েছেন হাবিব করিম (ঠাকুরগাঁও জামুরিপাড়া মাধ্যমিক বিদ্যালয়)।
মেম্বার গ্রুপে চট্টগ্রাম ক্লাবের ফজলে ওয়ালী প্রথম, ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের রায়হান দ্বিতীয় এবং সেনাবাহিনীর লে. কর্নেল সামস তৃতীয় হন। আর পুরুষ উন্মুক্ত বিভাগে সেনাবাহিনীর কর্পোরাল শাহাদাৎ হোসেন চ্যাম্পিয়ন হন, উত্তরা ক্লাবের সুমন রানারআপ। তৃতীয় থেকে অষ্টম স্থান পর্যন্ত অবস্থান করেন সৈনিক আপন, সাইমুন, আজিজুল হক, সার্জেন্ট রনি দেবনাথ, কর্পোরাল মাসুম আহম্মদ ও বিকেএসপির আমিনুল ইসলাম আসিক। বিশেষ পুরস্কার পেয়েছেন ঢাকা স্কোয়াশ একাডেমির জিহাদ।
ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি রাশেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উর্মী গ্রুপের পরিচালক ফায়েজ রহমান, ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম (অবঃ), বসুন্ধরা স্পোর্টস সিটির নির্বাহী পরিচালক মেজর মোহাসিন করিম (অবঃ)সহ ফেডারেশনের নির্বাহী সদস্য, অতিথি ও বিপুলসংখ্যক খেলোয়াড়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘বসুন্ধরা গ্রুপ সবসময় দেশের ক্রীড়াঙ্গন ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতার ভূমিকা রাখছে। আশা করি, ভবিষ্যতেও তারা স্কোয়াশের উন্নয়নে পাশে থাকবে। ’
ফেডারেশনের সাধারণ সম্পাদক জি এম কামরুল ইসলাম বলেন, ‘নিজস্ব কোর্ট ও আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও আমরা পরিকল্পিতভাবে স্কোয়াশকে এগিয়ে নিচ্ছি। আগামী এসএ গেমসে পদক জয় এবং মানসম্মত নারী দল পাঠানোই এখন আমাদের লক্ষ্য। ’
উর্মী গ্রুপের পরিচালক ফায়েজ রহমান আশ্বাস দেন, ‘আমরা সবসময় স্কোয়াশ ফেডারেশনের পাশে থাকব, বিশেষ করে নারী স্কোয়াশ উন্নয়নে সহায়তা অব্যাহত রাখব। ’
বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের ধারাবাহিক প্রচেষ্টায় খেলাটি নতুনভাবে জনপ্রিয়তা পাচ্ছে। আয়োজক ও খেলোয়াড়রা আশা করছেন, এই ধারাবাহিকতা বজায় থাকলে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশ স্কোয়াশ তার অবস্থান দৃঢ় করবে।
এআর/এমএইচএম