ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

লিটন-তাসকিনে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৬, আগস্ট ৩১, ২০২৫
লিটন-তাসকিনে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

পূর্ণভূমি সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ।  

শনিবার (৩০ আগস্ট) অনুষ্ঠিত ম্যাচে ১৩৭ রানের লক্ষ্য সহজেই তাড়া করে লিটন দাসের দল ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে যায়।

প্রথমে ব্যাটিং করে নেদারল্যান্ডস ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১৩৬ রান। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ছিলেন বল হাতে সবচেয়ে সফল। তিনি ৪ ওভারে ২৮ রানের খরচায় তুলে নেন ৪ উইকেট। একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে নেদারল্যান্ডসের ইনিংস ভেঙে দেন তিনি। বিশেষ করে পাওয়ারপ্লেতে মাক্স ও’দাউদ এবং ভিক্রমজিৎ সিংকে ফেরানোর পর ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে। এ ছাড়া মোস্তাফিজুর রহমান নেন ১/১৯ ও সাইফ হাসান ২/১৮।

১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বাংলাদেশ আঘাত পায়। পারভেজ হোসেন ইমন (১৫) দ্রুত আউট হন। তবে লিটন দাস ও তানজিদ হাসান মিলে দলকে সামাল দেন। লিটন দাস অপরাজিত ৫৪ রান করেন মাত্র ২৬ বলে, যেখানে ছিল ৬টি চার ও ২টি ছক্কা। তানজিদ করেন ২৪ রান।

পরে সাইফ হাসান মাঠে নেমে ঝোড়ো ব্যাটিং করেন। তার ১৯ বলে অপরাজিত ৩৬ রানের ইনিংসে ছিল দুটি ছক্কা, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। লিটন ও সাইফের জুটিতে ১৩.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩৮ রান তুলে নেয় বাংলাদেশ।

নেদারল্যান্ডসের হয়ে আরিয়ান ডুট (১/৩০) এবং টিম প্রিঙ্গল (১/১৬) দুটি উইকেট নেন। তবে অন্য বোলাররা তেমন প্রভাব ফেলতে পারেননি।

৮ উইকেটের বড় জয় পেয়ে বাংলাদেশ সিরিজে এগিয়ে গেছে ১-০ ব্যবধানে। আগামী ম্যাচে এই ধারাবাহিকতা ধরে রেখে সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।