ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

এটা আমাদের লার্নিং ক্যাম্প, আসল লক্ষ্য এএফসি বাছাই - লিটু

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২০, আগস্ট ৩১, ২০২৫
এটা আমাদের লার্নিং ক্যাম্প, আসল লক্ষ্য এএফসি বাছাই - লিটু

শেষ মুহূর্তের নাটকীয়তায় ভারতকে ৪-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। তবে প্রতিশোধের মিষ্টি জয় পেলেও শিরোপা ধরা দেয়নি মাহবুবুর রহমান লিটুর শিষ্যদের হাতে।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। আজ সেই হার শোধ করলেও শিরোপা নিশ্চিত হয়েছে ভারতের, রানার্সআপ হয়েই শেষ করতে হয়েছে বাংলাদেশকে। তবে এই আসরকে নিজেদের লার্নিংক্যাম্প বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশের কোচ লিটু।

ইতোমধ্যে বাংলাদেশ সিনিয়র দল এবং অনূর্ধ্ব ২০ দল এশিয়ান কাপ নিশ্চিত করেছে। এই এই আসরের অভিজ্ঞতা এশিয়া কাপে দল কাজে লাগাতে পারবে বলে বিশ্বাস করেন বাংলাদেশের কোচ লিটু। ম্যাচের পর বাংলাদেশের কোচ মাহবুবুর রহমান লিটু বলেন, “সর্বশেষ ম্যাচটা আমাদের জেতা দরকার ছিল। কারণ ভুটানের সঙ্গে আমরা বাজেভাবে একটি পয়েন্ট হারিয়েছি। তবে মেয়েরা আজকে সর্বোচ্চ চেষ্টা করেছে। আসলে এটা আমাদের জন্য একটি লার্নিং ক্যাম্প। এখান থেকে শিক্ষা নিয়েই আমরা সামনে এগোতে চাই। মূল লক্ষ্য এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব। ওই প্রতিযোগিতার আগে আরও সময় পাবো, চেষ্টা করব দলকে আরও ঝালিয়ে নিতে। আমি খুশি, মেয়েরা আজ সর্বোচ্চ এফোর্ট দিয়েছে। খেলাটাও খুব কম্পিটিটিভ ছিল। ”

বাংলাদেশ শিরোপা জিততে না পারলেও ভারতের বিপক্ষে রোমাঞ্চকর এই জয় কিশোরীদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। যা আগামী বড় মঞ্চের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন কোচ লিটু।
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।