ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

খেলা

শেষ ম্যাচে বড় ব্যবধানে হার, শ্রীলঙ্কার কাছে সিরিজ হারলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৯, জুলাই ৮, ২০২৫
শেষ ম্যাচে বড় ব্যবধানে হার, শ্রীলঙ্কার কাছে সিরিজ হারলো বাংলাদেশ

সিরিজ নির্ধারণী ম্যাচে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারল না বাংলাদেশ। পাল্লেকেলেতে তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৯৯ রানে হারলো টাইগাররা।

ফলে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল স্বাগতিকরা।

ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তোলে ২৮৫ রান। ব্যাট হাতে দলকে বড় সংগ্রহ এনে দেন অধিনায়ক কুশল মেন্ডিস। ১৮ চারে ১১৪ বলে ১২৪ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি।

আগে ব্যাট করতে নেমে প্রথমে মাত্র ১ রানে আউট হন ওপেনার নিশান মাদুশকা। এরপর মেন্ডিস ও নিসাঙ্কার জুটিতে আসে ৫৬ রান। ৩৫ রান করেন নিসাঙ্কা। এরপর কামিন্দু মেন্ডিস (১৬) দ্রুত ফিরে গেলেও কুসাল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কার ১২৪ রানের জুটি দলকে শক্ত ভিত দেয়। ৬৮ বলে ৫৮ রান করেন আসালাঙ্কা।

মেন্ডিস ৫৮ বলে ফিফটি ছুঁয়ে পরের পঞ্চাশ করেন মাত্র ৩৭ বলে। ৪৬তম ওভারে তার বিদায়ের পর শ্রীলঙ্কা শেষ ১০ ওভারে তোলে মাত্র ৬৩ রান।

জবাবে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ শুরুতেই বিপর্যয়ে পড়ে। চতুর্থ ওভারের মধ্যেই বিদায় নেন তানজিদ হাসান (১৩ বলে ১৭) ও শান্ত (০)। ওপেনার পারভেজ হোসেন ৪৪ বলে ২৮ রানের ধৈর্যশীল ইনিংস খেলে ফেরেন ছক্কার চেষ্টায়।

মেহেদী হাসান মিরাজ (২৫ বলে ২৮) ও শামীম হোসেন (১২) কিছুক্ষণ চেষ্টা করলেও দাঁড়াতে পারেননি কেউ। একপ্রান্তে ধৈর্য ধরে খেলা তাওহিদ হৃদয় ৭৮ বলে ৫১ রান করে বোল্ড হন চামিরার বলে। এরপর কিছুটা লড়াই চালান জাকের আলি (২৭), কিন্তু জয় তখন অনেক দূরের পথ।

শেষ পর্যন্ত ৩৯.৪ ওভারে ১৮৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

সিরিজ শেষে দুই দল এখন মুখোমুখি হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। প্রথম ম্যাচ হবে বৃহস্পতিবার, পাল্লেকেলেতেই।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।