ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

খেলা

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ শুরু, উদ্বোধনে বিসিবি সভাপতি

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৯, জুলাই ১৪, ২০২৫
জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ শুরু, উদ্বোধনে বিসিবি সভাপতি

শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। সোমবার (১৩ জুলাই) ছয় দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

উদ্বোধনী অনুষ্ঠানে স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘ছোটবেলায় আমি স্কুলে ব্যাডমিন্টন খেলতাম। এটি আমাদের শীতকালীন একটি জনপ্রিয় খেলা ছিল। অনেক দিন পর আজ আবার র‌্যাকেট হাতে নিয়েছিলাম, ভালোই লাগল। ’

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও খালেদ মাসুদ পাইল, সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ইমরুল হাসান, ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি তারিকুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন।

এবারের প্রতিযোগিতায় দেশের আটটি বিভাগ, ৬৩টি জেলা, ১০টি বিশ্ববিদ্যালয় ও সংস্থা এবং তিনটি শিক্ষাবোর্ড থেকে মোট ৪৫৭ জন শাটলার অংশ নিচ্ছেন। এর মধ্যে ৩৭৭ জন পুরুষ এবং ৮০ জন নারী খেলোয়াড়। মূলত সিনিয়রদের জন্য আয়োজিত এ প্রতিযোগিতায় ১৬ বছরের নিচে কোনো খেলোয়াড় অংশ নিতে পারছেন না।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইমরুল হাসান বলেন, ‘ছোটবেলায় আমি অনেক ব্যাডমিন্টন খেলেছি। আজও খেললাম। এত শাটলার দেখে ভালো লাগছে। মনে হচ্ছে, দেশের ব্যাডমিন্টন প্রাণ ফিরে পেয়েছে। ’

ছয় দিনব্যাপী এই আসরে দেশের ব্যাডমিন্টনের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যাশা করছেন আয়োজকরা।

এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।