ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

খেলা

লিটনের ফিফটির পর রিশাদের দারুণ বোলিং, সিরিজে সমতায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৬, জুলাই ১৩, ২০২৫
লিটনের ফিফটির পর রিশাদের দারুণ বোলিং, সিরিজে সমতায় বাংলাদেশ

লম্বা সময় পর জ্বলে উঠলেন লিটন দাস। ফিফটি ছাড়ানো সংগ্রহ আসে তার ব্যাট থেকে।

সঙ্গে শামিম হোসেনের দারুণ ব্যাটিংয়ে ভালো সংগ্রহ পায় বাংলাদেশ। জবাব দিতে নামা লঙ্কানদের খুব বেশি লড়তে দেননি বাংলাদেশি বোলাররা। নিয়ন্ত্রিত বোলিংয়ে তাদের গুটিয়ে দিয়ে সিরিজে সমতা ফেরান রিশাদ-সাইফউদ্দিনরা।  

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ শ্রীলঙ্কাকে ৮৩ রানে হারিয়েছে বাংলাদেশ। ডাম্বুলায় টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে সফরকারীরা। জবাব দিতে নেমে ৯৪ রানে সবগুলো উইকেট হারায় শ্রীলঙ্কা।

ব্যাটিংয়ের শুরুটা খুব বাজে হয় বাংলাদেশের । দলীয় ৭ রানেই বিদায় নেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। এরপর লিটন দাস হাল ধরেন। প্রথমে তাওহিদ হৃদয় (২৫ বলে ৩১ রান) ও পরে শামিম হোসেনকে নিয়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান লিটন।  

এর মাঝে ২ বলে ১ রান করে বিদায় নেন মেহেদী হাসান মিরাজ। তবে সেই ধাক্কা সামলে নেন লিটন, শামিমকে নিয়ে। নিজে তুলে নেন দারুণ এক ফিফটি। দলকে ১৫৫ রানে রেখে তিনি যখন বিদায় নেন, বাংলাদেশের স্কোর তখন ১৫৫/৫। লিটন থামেন ৫০ বলে ৭৬ রান করে। ইনিংসে ৫টি ছক্কা ও ১টি চার হাঁকান তিনি।  

লিটন ১৯তম ওভারের প্রথম বলে বিদায় নিলেও শামিম ব্যাটে ঝড় তুলতে শুরু করেন। কিন্তু শেষ ওভারে পর পর দুই বলে শামিম ও জাকের আলি (৩) রানআউট হয়ে বিদায় নিলে সংগ্রহ বেশি বড় করতে পারেনি বাংলাদেশ। শামিম ১৭৭.৭৮ স্ট্রাইক রেটে ৫ চার ও ১ ছক্কায় ২৭ বলে ৪৮ রান করেন।  

রান তাড়ায় নেমে দ্বিতীয় ওভারেই রান আউট হন লঙ্কান ওপেনার কুশল মেন্ডিস। ৮ রানে তার বিদায়ের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে স্বাগতিকদের ইনিংস। কেবল দুজন ছাড়া কেউই স্পর্শ করতে পারেননি দুই অঙ্কের ঘর। ২৯ বলে দলের হয়ে সর্বোচ্চ ৩২ রানের ইনিংস খেলেন পাথুম নিশাঙ্কা। দুই অঙ্কের ঘর স্পর্শ করা আরেক ব্যাটার দাসুন শানাকা ১৬ বলে করেন ২০ রান।  

বাংলাদেশের পক্ষে ১৮ রান খরচায় ৩ উইকেট নেন রিশাদ। দুটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন। একটি করে উইকেট পান মোস্তাফিজ ও মিরাজ।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।