ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

খেলা

অবশেষে শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৫, জুলাই ১৬, ২০২৫
অবশেষে শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা

ফুটবল ও ক্রিকেট বাদে দেশের প্রায় সব ক্রীড়া ফেডারেশনেই ইতোমধ্যে অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। অপেক্ষায় ছিল কেবল বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন।

সেই অপেক্ষার অবসান হলো আজ । সকালে ১৯ সদস্যের একটি অ্যাডহক কমিটি ঘোষণা করেছে এনএসসি।

কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের বর্তমান সচিব ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব রেজাউল মাকছুদ জাহেদী। ক্রীড়ানুরাগী হিসেবে তিনি বিভিন্ন সময় ক্রীড়াঙ্গনে সক্রিয় ভূমিকা রেখেছেন।

দুই সহ-সভাপতির একজন ব্যবসায়ী রোমো রউফ চৌধুরী এবং অন্যজন আব্দুস সালাম খান, যিনি অতীতেও এই পদে দায়িত্ব পালন করেছেন।

সবচেয়ে আলোচিত পদ সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ নারী ক্রীড়া সংগঠক বেগম আলেয়া ফেরদৌস। তিনি দীর্ঘদিন মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা, শুটিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি একজন অভিনেত্রী হিসেবেও পরিচিত।

প্রবীণ এই সংগঠকের বয়স প্রায় আশির কোঠায়। একটি স্পর্শকাতর ও ব্যয়বহুল ফেডারেশন পরিচালনায় তার সক্ষমতা নিয়ে ইতোমধ্যে ক্রীড়াঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি কুস্তি ফেডারেশনে বয়স ও শারীরিক কারণে সাধারণ সম্পাদক পরিবর্তন হওয়ায় বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে।

কমিটির যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন শুটিংয়ের সাবেক শুটার ও অভিজ্ঞ সংগঠক জিএম হায়দার। ফেডারেশনের নীতিনির্ধারণী কাজে তার ভূমিকাই হবে মুখ্য, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। যদিও তার আগের কিছু কর্মকাণ্ড নিয়ে শুটিং মহলে রয়েছে কিছু প্রশ্ন।

কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন সাবেক শুটার ও ক্রীড়া সংগঠকরা। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিকেএসপি থেকে একজন করে প্রতিনিধি রাখা হয়েছে সদস্য হিসেবে। তবে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত তিন শুটার সাইফুল আলম রিংকি, সাবরিনা সুলতানা ও শারমিন আক্তার রত্নার এই কমিটিতে জায়গা না পাওয়ায় উঠেছে সমালোচনা।

উল্লেখ্য, শুটিং ফেডারেশনের জন্য বেশ কয়েক মাস আগেই একটি সার্চ কমিটি নামের প্রস্তাব জমা দিয়েছিল। শুটিং যেহেতু একটি স্পর্শকাতর খেলা, তাই ক্রীড়া মন্ত্রণালয় যাচাই-বাছাই শেষে সময় নিয়ে কমিটি চূড়ান্ত করেছে। ফলে অন্য ফেডারেশনগুলোর তুলনায় শুটিংয়ের কমিটি ঘোষণা কিছুটা বিলম্বিত হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদিত ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সংখ্যা বর্তমানে ৫২টি। কারণ পূর্বের ৫৫টি সংগঠনের মধ্যে তিনটি একীভূত হয়েছে। এখন পর্যন্ত কেবল মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি ঘোষণা বাকি রয়েছে।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।