ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

খেলা

কলকাতায় ফিনিশার লাইনে পতাকা ওড়ালেন তিন বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৭, জানুয়ারি ১৪, ২০১৯
কলকাতায় ফিনিশার লাইনে পতাকা ওড়ালেন তিন বাংলাদেশি কলকাতায় ফিনিশার লাইনে পতাকা ওড়ালেন তিন বাংলাদেশি

রোববার (১৩ জানুয়ারি) কলকাতার সল্টলেক গোদরেজ ওয়াটার সাইডে অনুষ্ঠিত হল জেবিজি ট্রেইল রান কলকাতা ২০১৯। এই ট্রেইল হাফ ম্যারাথনে (২১.১কিমি) বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেন দুই পুরুষ ও এক নারী অ্যাথলেট। এরা হলেন আর এ ইহসান, তাম্মাত বিল খয়ের ও সিফাত ফাহমিদা ইতি। ম্যারাথন শেষে অ্যাথলেটরা অর্জন করেন ফিনিশার মেডেল।

ইহসান জানান, এ নিয়ে তার ফরেন মেডেল সংখ্যা দাড়ালো পাঁচটি। এরআগেও তিনি বাংলাদেশ, ভারত এবং মালয়েশিয়ার বিভিন্ন ম্যারাথনে অংশ নিয়ে অর্জন করেন ফিনিশার মেডেল।

তিনি আরো জানান, ম্যারাথন বাংলাদেশে এখনো তেমন জনপ্রিয় না হলেও বিশ্বের বিভিন্ন দেশে ম্যারাথন একটি জনপ্রিয় স্পোর্টস। তাই আমি চেষ্টা করি দেশের বাহিরের ম্যারাথন ইভেন্টগুলোতে অংশগ্রহন করার।

তাম্মাত জানান, তিনি এর আগেও কলকাতার বিভিন্ন ম্যারাথনে অংশগ্রহন করেছেন। আবেগ মিশ্রিত কন্ঠে তিনি আরো বলেন, ফিনিশার লাইনে যখন বাংলাদেশি পতাকা ওড়াই তখন নিজেকে খুব গর্বিত মনে হয়।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ১৩ জানুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।