ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

খেলা

ফিফা ফিফপ্রো একাদশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৬, জানুয়ারি ১২, ২০১৬
ফিফা ফিফপ্রো একাদশ ছবি: সংগৃহীত

ঢাকা: সোমবার (১১ জানুয়ারি) রাতে ফিফা ব্যালন ডি অরের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ২০১৫ সালের ফিফা ফিফপ্রো একাদশ ঘোষণা করা হয়। অনুষ্ঠানের মঞ্চে হাতে ছোট্ট ট্রফি নিয়ে পাশাপাশি দাঁড়ায় ১১ জন বিশ্বসেরা ফুটবলার।



সদ্যসমাপ্ত বছরের সেরা একাদশ হিসেবেই বেছে নেওয়া হয়েছে ফিফা ফিফপ্রো একাদশকে।

গোলরক্ষক: ম্যানুয়েল ন্যুয়ের

ডিফেন্ডার: দানি আলভেস, সার্জিও রামোস, থিয়াগো সিলভা, মার্সেলো।

মিডফিল্ডার: আন্দ্রেস ইনিয়েস্তা, পল পগবা, লুকা মদ্রিচ।

ফরোয়ার্ড: নেইমার, লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো।

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, ১২ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।