ঢাকা, সোমবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

এশিয়া কাপ হকিতে ষষ্ঠ বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৬, সেপ্টেম্বর ৭, ২০২৫
এশিয়া কাপ হকিতে ষষ্ঠ বাংলাদেশ ছবি: সংগৃহীত

এশিয়া কাপ হকির পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ভারতের রাজগিরীতে অনুষ্ঠিত ম্যাচে জাপানের কাছে ৬-১ গোলে পরাজিত হয়ে ষষ্ঠ স্থান অর্জন করে টুর্নামেন্ট শেষ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

অন্যদিকে জাপান পঞ্চম হয়ে নিশ্চিত করেছে সরাসরি বিশ্বকাপ বাছাইয়ের টিকিট।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপে খেলবে। রানার্সআপ থেকে পঞ্চম হওয়া দল বাছাইপর্বে অংশ নেওয়ার সুযোগ পাবে। ষষ্ঠ হয়ে সেই সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। এখন তাদের লড়তে হবে প্লে-অফ সিরিজে, প্রতিপক্ষ পাকিস্তান। এশিয়ান হকি ফেডারেশন জানিয়েছে, ষষ্ঠ দল বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হবে তিন ম্যাচের সিরিজে। তবে সেই সিরিজের সময় ও ভেন্যু এখনও নির্ধারিত হয়নি। বিজয়ী দল যোগ দেবে বিশ্বকাপ বাছাইপর্বে, যেখানে এশিয়া কাপের সেরা চার দলও অংশ নেবে।

আজকের ম্যাচে শুরুর দিকে ভালো খেলেছিল বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে তারা পেনাল্টি কর্নার ও কয়েকটি দারুণ আক্রমণ তৈরি করলেও গোল আদায় করতে পারেনি। বিপরীতে সুযোগ কাজে লাগিয়ে জাপান দুটি গোল করে এগিয়ে যায়। দ্বিতীয় কোয়ার্টারে আর কোনো গোল হয়নি, ফলে বিরতিতে দুই দল যায় ২-০ ব্যবধানে।

তৃতীয় কোয়ার্টারে জাপান আরও দুটি গোল করে ব্যবধান বাড়ায়। চতুর্থ কোয়ার্টারের শুরুতেই আসে পঞ্চম গোল। বাংলাদেশের হয়ে আমিরুল ইসলাম একটি ফিল্ড গোল করে ব্যবধান কমান। তবে অল্প সময়ের মধ্যেই পেনাল্টি কর্নার থেকে ষষ্ঠ গোলটি পায় জাপান। শেষ পর্যন্ত ৬-১ ব্যবধানেই ম্যাচ শেষ হয়।

এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।