ঢাকা, রবিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

ইউএস ওপেনের ফাইনালে সিনার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৫, সেপ্টেম্বর ৬, ২০২৫
ইউএস ওপেনের ফাইনালে সিনার

নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে আবারও ইতিহাস ছুঁয়েছেন ইতালির তারকা ইয়ানিক সিনার। সেমিফাইনালে কানাডার ফেলিক্স অগার আলিয়াসিমকে ৬-১, ৩-৬, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইউএস ওপেনের ফাইনালে উঠলেন বর্তমান চ্যাম্পিয়ন।

এটি সিনারের টানা পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল এবং চলতি মৌসুমে চতুর্থ। টেনিসের উন্মুক্ত যুগে এক বছরে চারটি গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠা মাত্র চতুর্থ খেলোয়াড় তিনি। এর আগে এই কীর্তি গড়েছিলেন রড লেভার (১৯৬৯), রজার ফেদেরার (২০০৬-০৭ ও ২০০৯) এবং নোভাক জোকোভিচ (২০১৫, ২০২১ ও ২০২৩)।

সেমিফাইনালের শুরুতেই দাপট দেখান সিনার। প্রথম সেট জেতেন ৬-১ গেমে। তবে দ্বিতীয় সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান ফেলিক্স ৬-৩ গেমে সমতায় ফেরান। কিন্তু এরপর কানাডিয়ানকে আর সুযোগ দেননি সিনার। ব্রেক পয়েন্ট কাজে লাগিয়ে জিতেছেন শেষ দুই সেট এবং নিশ্চিত করেছেন ফাইনাল।

এই জয়ে গ্র্যান্ড স্ল্যামের সর্বশেষ ৩৪ ম্যাচে ৩৩টি জয়ের রেকর্ড গড়েছেন সিনার। হার্ড কোর্টে টানা ২৭ ম্যাচ জিতে ছুঁয়েছেন এক অনন্য উচ্চতা। এখন সামনে তার সুযোগ ২০০৮ সালে রজার ফেদেরারের পর প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুটি ইউএস ওপেন শিরোপা জয়ের।

ম্যাচ শেষে সিনার বলেন, “আজকের দিনটা আমার জন্য বিশেষ। সামনে আরেকটি দুর্দান্ত ফাইনাল অপেক্ষা করছে। অসাধারণ একটি মৌসুম কাটাচ্ছি। ”

সিনারের ফাইনাল প্রতিপক্ষ স্পেনের কার্লোস আলকারাজ। মাত্র ২২ বছর বয়সেই টেনিস দুনিয়ায় ঝড় তোলা এই তরুণ সেমিফাইনালে নোভাক জোকোভিচকে সরাসরি সেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন।

সব দৃষ্টি এখন রবিবারের ফাইনালের দিকে। আবারও কি ইতিহাস গড়বেন সিনার, নাকি নতুন সম্রাট হয়ে উঠবেন আলকারাজ?

এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।