ঢাকা, রবিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

দুই ম্যাচে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশের দুই দল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৮, সেপ্টেম্বর ৬, ২০২৫
দুই ম্যাচে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশের দুই দল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আজ (শনিবার) দেশে সরকারি ছুটি থাকলেও ফুটবলে ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ। একই দিনে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে লাল-সবুজের দুই প্রতিনিধি দল।

এএফসি অনূর্ধ্ব–২৩ এশিয়ান কাপের বাছাইপর্বে আজ বিকেল ৩টায় ইয়েমেনের বিপক্ষে মাঠে নামবে শেখ মোরসালিনের দল। টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। ড্র করলে গ্রুপ রানার্সআপ হওয়ার ক্ষীণ আশা থাকলেও সেরা চার রানার্সআপ হয়ে মূল পর্বে জায়গা পাওয়া কার্যত অসম্ভব। তাই ইয়েমেন ম্যাচটা অনূর্ধ্ব–২৩ দলের জন্য বাঁচা-মরার লড়াই। এই ম্যাচে ইতালিপ্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামের অভিষেক হওয়ার কথা রয়েছে।

ইতিমধ্যে সিনিয়র জাতীয় দলও নামছে মাঠে। বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে নেপালের মুখোমুখি হবে জামাল ভূঁইয়ারা। কাঠমান্ডুর দাশরথ স্টেডিয়ামে এই ম্যাচে ইনজুরির কারণে থাকছেন না জাতীয় দলের নিয়মিত গোলরক্ষক মিতুল মারমা।
এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে দুটি প্রীতি ম্যাচ খেলছে বাংলাদেশ। নেপালও একই উদ্দেশ্যে মাঠে নামছে।

জাতীয় দল আর অনূর্ধ্ব–২৩ দলের ম্যাচ মিলিয়ে আজকের দিনটা বাংলাদেশের ফুটবলের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। সিনিয়ররা প্রীতি ম্যাচে প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের প্রস্তুতি যাচাই করবে, আর তরুণরা মাঠে নামবে আসল লড়াইয়ে মূল পর্বে জায়গা করে নেওয়ার জন্য।  

এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।