ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

দ্রুতই সমাধানের আশা জিমির

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০২, মার্চ ২৮, ২০২৪
দ্রুতই সমাধানের আশা জিমির

গতকালই পাওনা টাকা না পাওয়ায় ক্যাম্প ছেড়েছেন মোহামেডান ক্লাব এর হকি খেলোয়াড়রা। এখনও ক্যাম্প এ যোগ দেননি তারা।

তবে দ্রুতই সমস্যার সমাধান হবে বলে আশা করছেন হকির তারকা রাসেল মাহমুদ জিমি।

অধিনায়ক রাসেল মাহমুদ জিমি অবশ্য ক্যাম্পে থাকেন না। পুরান ঢাকার বাড়ি থেকে এসে খেলেন তিনি। জিমি বাংলানিউজকে বলেন, ‘ছেলেরা ক্যাম্প ছেড়ে গেসে। আর্থিক সমস্যার কারণে তারা ক্যাম্প ছেড়ে গেছে। তবে দ্রুতই সমস্যার সমাধান হবে বলে আমি আশা করি। ’

খেলোয়াড়রা ক্যাম্প ছাড়ার পর কর্মকর্তারা যোগাযোগ করেছে কিনা? এমন প্রশ্নের জবাবে জিমি বলেন, ‘এখনও আমাদের সাথে কোনো কর্মকর্তা যোগাযোগ করেননি। তবে দ্রুতই তারা কথা বলে এই সমস্যার সমাধান করবেন বলে আমার বিশ্বাস। ’

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।