ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

বরগুনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৬, সেপ্টেম্বর ২১, ২০২৫
বরগুনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন নজরুল ইসলাম মোল্লা, হুমায়ুন হাসান শাহীন ও ফজলুল হক মাস্টার (বাম থেকে)

বরগুনা জেলা শাখার বিএনপির তিন সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে নজরুল ইসলাম মোল্লাকে আহ্বায়ক, হুমায়ুন হাসান শাহীনকে সদস্য সচিব ও ফজলুল হক মাস্টারকে প্রথম যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

 

রোববার (২১ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও জানানো হয়, নজরুল ইসলাম খানকে আহ্বায়ক, সাইদুল ইসলাম কিসমতকে সদস্য সচিব, এলিজা জামানকে প্রথম যুগ্ম আহ্বায়ক ও অধ্যাপক আলমগীর হোসেনকে সদস্য করে পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।