মাগুরা: আবালপুর মাধ্যমিক বিদ্যালয়ে রোববার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান।
মনোয়ার হোসেন খান বলেন, প্রকৃতিকে বাঁচাতে আমাদের বৃক্ষরোপণ করতে হবে। বসতবাড়ির আশপাশে, পুকুরের দুই ধারে, পতিত জমিতে ও নদীর ধারে বৃক্ষরোপণ করার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে আবালপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ জেলা বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসএইচ