ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

মাগুরায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ 

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩০, সেপ্টেম্বর ২১, ২০২৫
মাগুরায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ 

মাগুরা: আবালপুর মাধ্যমিক বিদ্যালয়ে রোববার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।  

প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান।

তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দেশি বিভিন্ন জাতের ফলদ চারা বিতরণ করেন।  

মনোয়ার হোসেন খান বলেন, প্রকৃতিকে বাঁচাতে আমাদের বৃক্ষরোপণ করতে হবে। বসতবাড়ির আশপাশে, পুকুরের দুই ধারে, পতিত জমিতে ও নদীর ধারে বৃক্ষরোপণ করার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে আবালপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ জেলা বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।