ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

আড়াই ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল চালু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৩, সেপ্টেম্বর ২১, ২০২৫
আড়াই ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল চালু পারাবত এক্সপ্রেস

হবিগঞ্জ: হবিগঞ্জে পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় যান্ত্রিক ত্রুটি সারিয়ে পারাবত এক্সপ্রেস ছেড়ে গেলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে দুপুর ১২টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস লস্করপুর রেলগেট এলাকায় পৌঁছালে ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। ফলে ট্রেনটি সেখানেই আটকে যায়।

পারাবত এক্সপ্রেস সহস্রাধিক যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। পথে ইঞ্জিন বিকল হওয়ায় এটিসহ সিলেটগামী পাহাড়িকা, সাতগাঁও ও চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস শ্রীমঙ্গলের পথে আটকা পড়ে।

শায়েস্তাগঞ্জ জংশনের স্টেশন মাস্টার উত্তম কুমার দেব জানান, ইঞ্জিনের ত্রুটি সারানোর পর দুপুর আড়াইটায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। অনাকাঙ্ক্ষিত এ ত্রুটির কারণে তিনটি ট্রেনের তিন সহস্রাধিক যাত্রীকে গরমে দুর্ভোগ পোহাতে হয়েছে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।