ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

না.গঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১৮ জনের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৯, সেপ্টেম্বর ৪, ২০২৫
না.গঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১৮ জনের ফাইল ফটো

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাবু হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড ও ১৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- জহিরুল। এছাড়াও এ মামলায় আরও ১৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এরা হলেন- মিজান, মোহাম্মদ আলী, আব্দুল, লতিফ, হানিফ, সোহেল, সবুজ, মিলন, সেলিম, গুলজার, লেদা ফারুক, রাসেল, মোমেন, সাদ্দাম, শাহীন, রুহুল আমিন, আবুল, পণ্ডিত। খালাসপ্রাপ্ত ছয়জন হলেন, আবু, মাসুদ, মান্নান, শামীম, সোহেল ও দেলোয়ার।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন জানান, ২৬ জন আসামির মধ্যে তাওলাদ ওরফে জহুরুলকে মৃত্যুদণ্ড এবং ১৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ছয়জনকে খালাস এবং দুইজন আসামি মৃত্যুবরণ করন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান জানান, নারায়ণগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ১৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

তিনি জানান, ২০১১ সালের ৫ নভেম্বর জালাল উদ্দিনের ছেলে বাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে আসামিরা। এ ঘটনায় বাবুর বাবা বাদী হয়ে হত্যা মামলা করলে দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

এমআরপি/জেএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ