ঢাকা, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

বান্দরবানে ৮ মাসের অন্তঃসত্ত্বাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৪, সেপ্টেম্বর ১, ২০২৫
বান্দরবানে ৮ মাসের অন্তঃসত্ত্বাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ২ আটকরা

বান্দরবানের লামা উপজেলায় ৮ মাসের এক অন্তঃসত্ত্বাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর দেওয়া তথ্যমতে সোমবার (১ সেপ্টেম্বর) সকালে অভিযুক্ত দুইজনকে আটক করেছে লামা থানার পুলিশ।

রোববার (৩১ আগস্ট) রাতে লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মুসলিম পাড়ায় এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী অভিযোগ করে।

আটকরা হলেন- লামা উপজেলার  রূপসীপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়ার বাসিন্দা মো. সোলেইমানের ছেলে মো. ফয়সাল (২১) এবং একই এলাকার ইসহাক সর্দারের ছেলে মো. রাব্বি (২১)।

ভুক্তোভোগীর স্বামী জানান, তিনি অনেক রাত পর্যন্ত বাগানের কাজে খামার বাড়িতে ছিলেন। রোববার রাত ৯টা থেকে ১০টার মধ্যে এ ঘটনা ঘটে। বাড়িতে একা থাকার সুযোগে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধর্ষণ করে দুই যুবক। পরে বাড়িতে এলে স্ত্রী বিষয়টি জানালে রাতেই লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনাটি অবহিত করি এবং আসামিদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করি।

লামার ওসি তোফাজ্জল হোসেন জানান, ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় আনা হয়েছে, তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে লামা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংরক্ষণ করা হয়েছে, আটক দুই যুবককে আদালতে পাঠানো হয়েছে।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।