ঢাকা, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

মা-মেয়ে হত্যার ঘটনায় ছেলে-পুত্রবধূর ১০ দিনের রিমান্ড আবেদন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৮, সেপ্টেম্বর ১, ২০২৫
মা-মেয়ে হত্যার ঘটনায় ছেলে-পুত্রবধূর ১০ দিনের রিমান্ড আবেদন কুমিল্লার মানচিত্র

কুমিল্লা নগরীতে মা ও মেয়েকে শ্বাসরোধে হত্যার অভিযোগে গ্রেপ্তার ছেলে ও পুত্রবধূর ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

সোমবার (১ সেপ্টম্বর) কুমিল্লা জেলা দায়রা জজ আদালতে এই আবেদন করা হয়।

 

এর আগে রোববার (৩১ আগস্ট) রাতে সদর দক্ষিণ মডেল থানায় নিহতের বড় মেয়ে বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা চারজনকে আসামি দিয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
    
সন্ধ্যায় কুমিল্লা সদর দক্ষিণ থানার ইপিজেড ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ খাজু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- লুৎফা বেগম (৭০) কুমিল্লা নগরীর ২১ নম্বর ওয়ার্ডের রামনগর গ্রামের প্রয়াত আবু তাহের স্ত্রী ও তার মেয়ে আয়েশা আক্তার শিল্পী (৩৮)। গ্রেপ্তাররা হলেন- নিহত লুৎফা বেগমের ছেলে শাহিন আলম ও তার স্ত্রী লাকি আক্তার।  
   
পুলিশ ও স্থানীয়রা জানান, লুৎফা বেগম ও তার মেয়ে আয়েশা অভিযুক্ত শাহিনের সঙ্গে একই বাড়িতে থাকতেন। মা-ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। শাহিন তার মা ও বোনকে প্রকাশ্যে একাধিকবার মারধরও করেছিলেন। বিষয়টি স্থানীয়দের জানালেও শাহিনের স্ত্রী লাকীর ভয়ে কেউ নিরসনে এগিয়ে আসেনি।

এসআই মোহাম্মদ খাজু মিয়া বলেন, এ ঘটনায় নিহতের বড় মেয়ে হাছিনা আক্তার শিউলি বাদী হয়ে রাতেই শাহিন আলম ও তার স্ত্রী লাকি আক্তারের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।  

সোমবার কুমিল্লা জেলা দায়রা জজ আদালতের মাধ্যমে আসামি শাহিন আলম ও তার স্ত্রী লাকি আক্তারকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। দুই আসামির ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়েছে। আদালত রিমান্ড মঞ্জুর করলে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করছি।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।