বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, এদেশের যত মহান অর্জন তা বিএনপির হাত ধরেই হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রার আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, পরবর্তীকালে খালেদা জিয়ার হাত ধরে সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে এদেশে সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হয়, যা গণতন্ত্রের পথে দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। দেশকে গণতন্ত্রের পথে আনতে আমরা দীর্ঘকাল সংগ্রাম করেছি। আমার জানা নেই পৃথিবীর কোনো গণতান্ত্রিক দল এতো সংগ্রাম করেছে কিনা। আগামী দিনে তারেক রহমান বাংলাদেশের নেতৃত্ব দেবেন। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শামা ওবায়েদ বলেন, গত ৫ আগস্টের আগে যেমন আমরা স্বৈরাচারী শেখ হাসিনা ও আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ ছিলাম, স্বৈরাচারবিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। যাতে আরও কখনো স্বৈরাচারী আওয়ামী লীগ মাথাচারা দিয়ে উঠতে না পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সরদার একেএম নাসির উদ্দিন কালু।
এসময় জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মো. আব্দুস সালাম, সহ-সভাপতি সিরাজুল হক মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপু, সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলামসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরএ