ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

ফেনীতে ২ টন মাছের পোনা অবমুক্ত 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৪, আগস্ট ২৮, ২০২৫
ফেনীতে ২ টন মাছের পোনা অবমুক্ত  ফেনীর বিজয় সিংহ দিঘিতে পোনা অবমুক্ত কর্মসূচির উদ্বোধন করছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার শারমিন জাহান৷

ফেনীতে প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে ফেনীর বিজয় সিংহ দিঘিতে পোনা মাছ অবমুক্ত করে এ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার শারমিন জাহান৷

ফেনী জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যান্য মাঝে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা বেগম, রোমেল শর্মা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক প্রমুখ।

ফেনী জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, চলতি সপ্তাহে ফেনীর ছয়টি উপজেলায় ১২০টি প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে ২ মেট্রিক টন মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে।

এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।