যশোর: নিখোঁজের চার দিন পর আব্দুল্লাহ (২৬) নামে একজন ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে যশোরের ডিবি পুলিশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) উপজেলার কাজীরবেড় গ্রামের সুমন সরদারের বাড়ির বাক্সের ভেতর থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল্লাহ গাতিপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে। তিনি গত ১০ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন ডিবির এসআই অলোক কুমার দে।
নিহতের পিতা জানান, ১০ অক্টোবর বেলা ১১টার দিকে আব্দুল্লাহ ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ হয়ে যায়। সে কারণে পরিবারের লোকজন তার সাথে কোনো যোগাযোগ করতে পারেননি।
এক পর্যায়ে পরের দিন (১১ অক্টোবর) আব্দুল্লাহর নিখোঁজের বিষয়ে শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি করেন পিতা ইউনুস আলী। পাশাপাশি তিনি বিষয়টি নিয়ে ডিবি পুলিশের সহযোগিতা কামনা করেন।
ইউনুস আলী জানান, মঙ্গলবার ভোরে তিনি জানতে পারেন আব্দুল্লাহকে পাওয়া গেছে। পরে জানতে পারেন তার লাশ উদ্ধার হয়েছে কাজীরবেড় গ্রামের এক ব্যক্তির বাড়ির সাববাক্সের মধ্য থেকে। তিনি ঘটনাস্থলে পৌঁছে লাশ শণাক্ত করেন।
পিতার দাবি, আব্দুল্লাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে, কে বা কী কারণে তাকে হত্যা করতে পারে তা তিনি বলতে পারেননি।
ডিবির এসআই অলোক কুমার দে বলেন, ঘটনা দেখে স্পষ্ট যে আব্দুল্লাহকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে।
তিনি বলেন, যে বাড়িতে লাশ রাখা হয়েছিল, সেখানে কেউ ছিল না। কেন হত্যা করা হয়েছে এবং কারা জড়িত তা উদঘাটনে তদন্ত করা হচ্ছে।
এসএইচ