ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩২, ১৪ অক্টোবর ২০২৫, ২১ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

ঝিনাইদহে চিকিৎসকের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৯, অক্টোবর ১৪, ২০২৫
ঝিনাইদহে চিকিৎসকের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগে মানববন্ধন

ঝিনাইদহ: চিকিৎসকের অবহেলায় ঝিনাইদহের শৈলকুপায় একজন কলেজছাত্রের মৃত্যু হয়েছে অভিযোগে বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধরা।  

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির আয়োজন করে উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

মানববন্ধন থেকে অভিযোগ করা হয়, গত রোববার রাতে উপজেলার আউশিয়া গ্রামের কলেজ ছাত্র মেহেদী হাসান হৃদয়কে সাপে কামড়ালে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক অবহেলা করে দেরিতে এন্টিভেনম পুশ করে। পরে তার অবস্থার অবনতি হলে কুষ্টিয়ায় রেফার্ড করা হলে পথেই তার মৃত্যু হয়।

বক্তারা বলেন, চিকিৎসায় অবহেলার কারণেই স্বেচ্ছাসেবী মেহেদী হাসান হৃদয়ের মৃত্যু হয়েছে। এছাড়াও হাসপাতালে বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতি ছেয়ে গেছে।  

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।  

পরে বিক্ষুব্ধ জনতা ও আন্দোলনকারীদের উদ্দেশ্যে হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাশেদ আল মামুন বক্তব্য রাখেন। তিনি বলেন, কী কারণে সাপে কাটা রোগীর মৃত্যু হয়েছে তা তদন্তের মাধ্যমে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  

সেইসাথে হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নিতে তিনি সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।

রাশেদ আল মামুনের বক্তব্যে আশ্বস্ত হয়ে বিক্ষুব্ধরা সাময়িক সময়ের জন্য আন্দোলন স্থগিত রাখেন। দাবি আদায় না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়ে হাসপাতাল ত্যাগ করেন।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।