ঢাকা, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

সারাদেশ

বুড়িমারী সীমান্তে ৯ জনকে পুশ-ইন করেছে বিএসএফ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০০, আগস্ট ১৩, ২০২৫
বুড়িমারী সীমান্তে ৯ জনকে পুশ-ইন করেছে বিএসএফ  বুড়িমারী সীমান্তে এ নয়জনকে পুশ-ইন করেছে বিএসএফ 

লালমনিরহাট: লালমনিরহাটের বুড়িমারী সীমান্ত দিয়ে দুটি শিশু ও তিন নারীসহ নয়জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  

বুধবার (১৩ আগস্ট) ভোরে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মাছিরবাড়ি সীমান্তের ৮৩৮ নম্বর পিলারের কাছ দিয়ে তাদের পুশ-ইন করা হয়।

পরে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ব্যক্তিরা হলেন- নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের মোশারফ হোসেন (৫০), তার মা কোহিনুর নেছা (৭০),  স্ত্রী পারভিন বেগম (৪০), ছেলে মোহাম্মদ রাব্বি (২৬), মোহাম্মদ নাহিদ হোসেন (২৪), মো. সজিব আলী (১৬), রাব্বির স্ত্রী বর্ষা (২২) ও তাদের মেয়ে জয়া (৩) এবং ছেলে রোহান (১৮ মাস)।  

সীমান্তবাসী, পুলিশ ও বিজিবি জানায়, প্রায় ১০ বছর আগে কাজের সন্ধানে তারা সীমান্ত পেরিয়ে ভারতের গুজরাট রাজ্যে বসতি গড়েন। সম্প্রতি দেশটির গুজরাট রাজ্য থেকে তাদের আটক করে ভারতীয় পুলিশ। পরে মঙ্গলবার শেষ রাতে ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের বিশবাড়ি ক্যাম্পের সদস্যরা তাদের নয়জনকে জোর করে বুড়িমারী সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেন। খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের মাছির বাড়ি এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করেন।  

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আটক নয়জন বর্তমানে বুড়িমারী ইউনিয়ন পরিষদের সেফ হোমে পুলিশ হেফাজতে রয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।