ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

সারাদেশ

‘টর্চার সেলে’ নির্যাতনের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার, গ্রেপ্তার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৪, আগস্ট ১২, ২০২৫
‘টর্চার সেলে’ নির্যাতনের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার, গ্রেপ্তার ৩ হিজবুল আলম জিয়েস

ময়মনসিংহের তারাকান্দায় হিজবুল আলম জিয়েস (২৬) নামে এক ছাত্রদল নেতার ‘টর্চার সেলে’ নির্যাতনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সংগঠন থেকে তাকে ওই ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃত জিয়েসকে আদালতের মাধ্যমে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।  

গ্রেপ্তারকৃতরা হলেন- তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিজবুল আলম জিয়েস (২৬), তার সহযোগী রাফি (১৯) এবং আব্দুল্লাহ (২১)। এর মধ্যে জিয়েসকে গতরাতে এবং রাফি এবং আব্দুল্লাহকে পরশু গ্রেপ্তার করা হয়।  

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান খবরের সত্যতা নিশ্চিত করে জানান, গত শনিবার (৮ আগষ্ট) বিকেলে জিয়েস মাঝিয়ালি বাজারে চুল কেটে টাকা না দিয়ে উল্টো দোকানি হক মিয়ার কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ সময় সেলুন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে দোকানিকে মারধর করা হয়। একপর্যায়ে সেলুনে তালাও লাগিয়ে দেয়। এ সময় ভুক্তভোগী হক মিয়ার বড় ভাই লাক মিয়াকেও তার দোকানে গিয়ে মারধর করা হয়। তবে ঘটনাটি জানার পর ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মামুন সরকারের আশ্বাসে গত ৯ আগস্ট বিকেলে সেলুন খোলেন হক মিয়া। পরে সন্ধ্যার দিকে তাকে মারধর করে জিয়েস। হক মিয়া বিষয়টি মামুনকে জানালে সে ঘটনাস্থলে ছুটে গেলে তাকেও রক্তাক্ত করা হয়। এ ঘটনায় মামুন সরকার গতকাল ১১ আগস্ট দুপুরে তারাকান্দা থানায় বাদী হয়ে জিয়েসকে প্রধান করে অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে একটি মামলা করেন। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।  

গ্রেপ্তার হওয়া ছাত্রদল নেতা হিজবুল আলম জিয়েস উপজেলার মাঝিয়ালী গ্রামের মঞ্জুরুল ইসলামের ছেলে। সে মাদকাসক্ত বলে জানিয়েছে থানা পুলিশ।    

ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মামুন সরকার বলেন, ছাত্রদল তারেক রহমানের আদর্শে গড়া সংগঠন। আর সেই সংগঠনের পদ ব্যবহার করে জিয়েস ৫ আগস্টের পর থেকে চাঁদাবাজি, তার টর্চার সেলে সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতন, মাদক সেবন এমন কোনো অপরাধ নেই যা সে করে নাই। চুল কেটে নাপিতকে টাকা না দিয়ে উল্টো চাঁদা দাবি করে। এটা ছাত্রদলের আদর্শ পরিপন্থী। তার এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় সে আমাকেও হত্যার উদ্দেশ্যে গুরুত্বর আহত করেছে। তাই বিচারের প্রত্যাশায় মামলা করেছি।

ঘটনার শিকার ব্যবসায়ী হক মিয়া বলেন, চুল কাটার পর ৫ হাজার টাকা চাঁদা দাবি করে জিয়েস। টাকা না দিলে মারধর করে দোকান থেকে বের করে তালা লাগিয়ে দেয়। পরে মামুন ভাইয়ের কথায় দোকান খুললে পুনরায় হামলা করে এবং মামুন ভাইকেও মারধর করে।

সূত্র জানায়, জিয়েস নিজের পুকুর পাড়ে একটি টিনের ঘর তুলে ‘টর্চার সেলে’ গড়ে তোলে। সেখানে সাধারণ মানুষকে ধরে নিয়ে নির্যাতন করে। সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা সৃষ্টি হয়। সেই ভিডিওতে দেখা যায়- সহযোগী রাফি এবং আব্দুল্লাহ জিয়েসকে ভিডিও কলে রেখে এক যুবককে মারধর করছে। ওই যুবকের গলায় অস্ত্র ধরে ৪০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। পরে চাঁদার টাকা দিতে রাজি হলে তাকে ছেড়ে দেওয়া হয়।

তার নির্যাতনের শিকার জুয়েল ও রাসেল বলেন, জিয়েস প্রভাব খাটিয়ে তাদের কাছে টাকা পাবে মর্মে ভিডিও স্বীকারোক্তি আদায় করতে মারধর করে। প্রাণনাশের ভয়ে তারাও স্বীকারোক্তি দেন।  

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন তালুকদার এই ছাত্রদল নেতাকে বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে বলেন, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে জিয়েসকে তার পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।