ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

সারাদেশ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় মামলা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৪, আগস্ট ৮, ২০২৫
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় মামলা  সাংবাদিক আসাদুজ্জামান তুহিন: ফাইল ফটো

গাজীপুর: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ৫জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় নিহতের ভাই সেলিম বাদী হয়ে মামলাটি করেন।  

নিহত আসাদুজ্জামান তুহিন (৩৮), ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া এলাকার হাসান জামালের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান জানান, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে। নিহতের ভাই সেলিম বাদী হয়ে মামলাটি করেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে ৫ জনকে আটক করা হয়েছে। পুলিশের বিভিন্ন টিম অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় এক যুবককে ৬-৭ জন যুবক মিলে চাপাতি, রামদা ও ছুরি দিয়ে কোপানোর চেষ্টা করে। এ ঘটনার ভিডিও ধারণ করায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনায় সারাদেশে আলোচনা সমালোচনার ঝড় বইছে। এ ঘটনার পর গাজীপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিকরা।  

এদিকে হোতাপাড়া এলাকায় ঢাকা ময়মনসিংহ সড়কের পাশে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।