গাজীপুর: গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় ট্রাভেল ব্যাগের ভেতর থেকে এক ব্যক্তির মাথাবিহীন ৮ টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৮ আগস্ট) সকালে একটি দোকানের পাশে পড়ে থাকা ট্রাভেল ব্যাগ থেকে লাশটি উদ্ধার করা হয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম জানান, টঙ্গীর স্টেশন রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এক দোকানের সামনে একটি ট্রাভেল ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ব্যাগের পাশে দীর্ঘ সময় ধরে কোন লোকজন না দেখে তাদের সন্দেহ হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যাগটি খুলে। এ সময় ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো মাথাবিহীন এক ব্যক্তির ৮ টুকরা লাশ দেখা যায়। তার পরিচয় শনাক্ত করা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ধারণা করা হচ্ছে ২-৩ দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। পরে লাশটি ব্যাগের ভেতর করে ওই স্থানে ফেলে চলে যায়।
আরএস/জেএইচ