ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

সারাদেশ

টাঙ্গাইলে পিকআপভ্যানের ধাক্কায় ৩ বাইক আরোহী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৫, আগস্ট ৭, ২০২৫
টাঙ্গাইলে পিকআপভ্যানের ধাক্কায় ৩ বাইক আরোহী নিহত  টাঙ্গাইলের মানচিত্র

টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে উপজেলার বিলাসপুর‌ বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- জামালপুর সদর উপজেলার চরপলশিয়া গ্রামের জিন্নাত আলীর ছেলে মো. আল আমিন, মো. আমিনুলের ছেলে স্বপন মিয়া ও হাসিল মানিকাবাড়ি গ্রামের নুর ইসলামের ছেলে মো. জুয়েল।

ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, ভোরে ঢাকা থেকে একটি পিকআপভ্যান জামালপুর যাওয়ার পথে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হন।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।