ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

সারাদেশ

শেখ হাসিনা ছিল গুন্ডাদের হেডকোয়ার্টার: নাসের রহমান

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৮, আগস্ট ৭, ২০২৫
শেখ হাসিনা ছিল গুন্ডাদের হেডকোয়ার্টার: নাসের রহমান বক্তব্য দিচ্ছেন এম নাসের রহমান। ছবি: বাংলানিউজ

‘গুন্ডাদের হেডকোয়ার্টার’ –এ শব্দটি উল্লেখ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক এমপি নাসের রহমান বলেছেন, “একটা জিনিস মনে রাখতে হবে আওয়ামী লীগ যে একটা গুন্ডা পার্টি, একটা মাস্তান পার্টি- দেশের জনগণ এটা বুঝেছে। কেমন করে বুঝেছে, চৌদ্দশ মানুষ মরার পর আর বিশ হাজার মানুষ আহত হওয়ার পর এ দেশের মানুষ বুঝেছে আওয়ামী লীগ একটা গুন্ডা মাস্তান পার্টি।

আর তাদের নেত্রী ছিল গুন্ডাদের হেডকোয়ার্টার। “ 

তিনি বলেন- “দেখতে দেখতে এই স্বৈরাচারী হাসিনার এক বছর পলায়নের দিন উদযাপন করছি আমরা। তার সাড়ে পনের বছরের শাসনামলে সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে একটা দল সেটা হচ্ছে- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। “ 

তিনি আরও বলেন, “বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য এই শেখ হাসিনা কম চেষ্টা করে নাই। আমাদের অসংখ্য নেতাকর্মীদের গুম, খুন করেছে হত্যা করেছে জেলে ভরেছে। আল্লাহর বিচার- আল্লাহ তায়ালা দুনিয়াতে করে দিয়েছেন তাকে। “

বুধবার (৬ জুলাই) বিকেলে মৌলভীবাজার শহরের এসআর প্লাজার সামনে জেলা বিএনপি আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও ছাত্র-জনতার বিজয় উৎসবের শোভাযাত্রা শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ছাত্র-জনতা এবং পেছনে বিএনপির সক্রিয় ভূমিকায় এই স্বৈরাচারিনীকে আমরা বিতারিত করতে সক্ষম হয়েছি। শেখ হাসিনা কিছুই না, সে ভারতের দালাল, ভারতের চর। ভারতের দালাল হিসেবে সাড়ে পনেরো বছর এদেশে রাম রাজত্ব কায়েম করেছিল সে। এ ধরনের রাম রাজত্বের সুযোগ শেখ হাসিনা তো দূরে থাক তার প্রেতাত্মাদেরও কোনোদিন সে  সুযোগ আর দেওয়া হবে  না। এদেশে আওয়ামী লীগের রাজনীতি ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে শেষ করে দেব।

সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন এর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন এর সঞ্চালনায় শোভাযাত্রা পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন- বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, আব্দুল মুকিতসহ জেলা বিএনপির সিনিয়র নেতা ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা।
 
বিবিবি/আরএ       

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।