ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

সারাদেশ

প্রবল স্রোতের কারণে বন্ধ 'চন্দ্রঘোনা’ ফেরি চলাচল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২১, আগস্ট ৭, ২০২৫
প্রবল স্রোতের কারণে বন্ধ 'চন্দ্রঘোনা’ ফেরি চলাচল চন্দ্রঘোনা ফেরি চলাচল বন্ধ

কর্ণফুলী নদীর তীব্র স্রোতের কারণে রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত চন্দ্রঘোনা ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ আগস্ট) সকাল ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে রাঙামাটি সড়ক ও জনপদ অফিস।

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, কাপ্তাই বাঁধের জলকপাট খুলে পানি ছাড়ার পরিমাণ বাড়ায় কর্ণফুলী নদীতে তীব্র স্রোত সৃষ্টি হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ' চন্দ্রঘোনা ফেরি' চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারো ফেরি চলাচল করবে।

কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত বলেন, রাঙামাটি থেকে বান্দরবান জেলার যাত্রীরা কাপ্তাই হয়ে না আসার অনুরোধ রইলো। যেহেতু ফেরি বন্ধ তাই এ রুটে কোনো যান চলাচল করছে না। ফেরি বন্ধ থাকায় বান্দরবান, রাঙামাটির রাজস্থলী উপজেলা এবং কাপ্তাই ও চট্টগ্রামের রাঙুনিয়া উপজেলার বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছে বলে জানান তিনি।

এদিকে কাপ্তাই হ্রদে পানির চাপ কমাতে বুধবার রাত ১১টা থেকে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট তিন ফুট খুলে দিয়ে সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে। বর্তমানে রাঙামাটির সবকটি নিম্নাঞ্চল কাপ্তাই হ্রদের জলে ডুবে গেছে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।