গাজীপুর: গাজীপুর মহানগরের বাসন থানাধীন ভোগড়া এলাকায় বাসের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত হয়েছেন।
সোমবার (৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত হলেন- রংপুরের পীরগঞ্জ থানার কাটাদুয়ার এলাকার রইজ উদ্দিনের ছেলে রাব্বি ইসলাম (৪০)।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র জানান, ট্রাকের হেলপার ছিলেন রাব্বি ইসলাম। রংপুর থেকে ট্রাকে মাল নিয়ে গাজীপুরে আসেন। একপর্যায়ে গাজীপুর থেকে ফেরার সময় ভোগড়া এলাকায় খাবার খেতে একটি হোটেলে যায়। পরে হেঁটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে রাব্বি ইসলাম মারা যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরএস/জেএইচ