ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

সারাদেশ

সিলেট সীমান্তে সোয়া কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৩, জুলাই ৩১, ২০২৫
সিলেট সীমান্তে সোয়া কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ জব্দকৃত ভারতীয় চোরাই পণ্য।

সিলেটের সীমান্তে সোয়া কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়ন জেলার গোয়াইনঘাটের সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, বিছনাকান্দি, তামাবিল ও দমদমিয়া বিওপির সদস্যরা অভিযান চালিয়ে এসব ভারতীয় চোরাই পণ্য জব্দ করে।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে— সানগ্লাস, গরু, অ্যালোভেরা জেল, শাড়ি, বাসমতি চাল, সুপারি, জিরা, সাবান, আদা, কিশমিশ, বডি স্প্রে, শ্যাম্পু, হেয়ার অয়েল, ফেস ওয়াশ, লবণ, আইবল ক্যান্ডি, নিভিয়া সফট ক্রিম, চাপাতা ও নাইসিল পাউডার। সব মিলিয়ে জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ ৩৩ হাজার ১৫০ টাকা বলে জানায় বিজিবি।

সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক ল্যাফটেনেন্ট নাজমুল হক জানান, সদর দপ্তরের নির্দেশনায় গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই মালামাল জব্দ করা হয়। এরপরও প্রতিনিয়ত বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।