ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

সারাদেশ

পুলিশ ক্লিয়ারেন্সে ঘুষ দাবি, অভিযুক্ত পুলিশ সদস্য প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৮, জুলাই ২৮, ২০২৫
পুলিশ ক্লিয়ারেন্সে ঘুষ দাবি, অভিযুক্ত পুলিশ সদস্য প্রত্যাহার কালকিনি থানা

মাদারীপুরে পুলিশ ক্লিয়ারেন্স পেতে ঘুষ দাবি করায় অভিযুক্ত পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।  

রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় কালকিনি থানা থেকে অভিযুক্ত পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

 

জানা গেছে, সম্প্রতি জেলার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের বাসিন্দার পাসপোর্টে থানার ঠিকানা কালকিনি আর ভোটার আইডি কার্ডে থানা দেওয়া ডাসার। অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করেন তিনি। কয়েক দফা পুলিশ সুপারের কার্যালয়ে ও ডাসার থানায় গিয়েও পাননি সেবা। পরে চলে আসেন কালকিনি থানায়। সেখানে যোগাযোগ করেন কালকিনি থানার কম্পিউটার অপারেটর মো. সোহেল খানের সঙ্গে। ২৫ হাজার টাকায় পুলিশ ক্লিয়ারেন্স দিতে পারবেন বলে আশ্বাস দেন ওই পুলিশ সদস্য। তবে টাকা না দিলে কোনো অবস্থাতেই মিলবে না এই সার্টিফিকেট। পরে উপায়ন্ত না পেয়ে ৫ হাজার টাকা সোহেলের হাতে তুলে দিলে পহেলা জুলাই অনলাইনে আবেদন করিয়ে ১৫ দিনের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়ার প্রতিশ্রুত দেন থানার এই কম্পিউটার অপারেটর।  

গত ২০ জুলাই জেলার পুলিশ সুপারের কার্যালয় থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট গ্রহণ করেন এই ভুক্তভোগী।  

বিষয়টি জানাজানি হলে এবং গণমাধ্যমে খবর প্রকাশ হলে জেলা পুলিশের নজরে আসে। তলব করা হয় অভিযুক্ত কালকিনি থানার কম্পিউটার অপারেটর সোহেল খানকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানা থেকে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করার নির্দেশ দেন জেলার পুলিশ সুপার।

এদিকে ঢাকা রেঞ্জ ডিআইডির কার্যালয় থেকে বিষয়টি জোড়ালোভাবে তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে। এমন ঘটনায় কে কে জড়িত তাদের নামের তালিকা করছে ডিআইজি’র কার্যালয়। এরই মধ্যে ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। পাশাপাশি আগামীতে এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সে ব্যাপারেও কার্যক্রম চালিয়ে যাচ্ছেন পুলিশের শীর্ষ কর্মকর্তারা।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা জানান, রোববার বিকেলেই অভিযুক্তকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে অধিকতর তদন্ত হচ্ছে। '

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।